রংপুরের কণ্ঠ

যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের দাবির বিষয়ে মোদির কাছে জবাব চাইলেন রাহুল

যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের দাবির বিষয়ে মোদির কাছে জবাব চাইলেন রাহুল

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন দল বিজেপির কাছে এর ব্যাখ্যা চেয়েছেন দেশটির বিরোধী নেতা রাহুল গান্ধী।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আসলেই বিমান ভূপাতিত করা হয়েছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ তবে কোন দেশ কতটি বিমান হারিয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে লেখা এক পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘মোদি জি, পাঁচটি বিমানের আসল সত্য কী? দেশবাসীর জানার অধিকার রয়েছে!’

এরআগে পাকিস্তান বারবারই দাবি করেছে, সংঘাতে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।

ভারত প্রথম দিকে এ বিষয়ে চুপ ছিলো। তবে সম্প্রতি ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু ঠিক কতগুলো বিমান ভূপাতিত হয়েছে এবং এর কারন এখনো জানায়নি ভারতীয় কর্মকর্তারা।

ভারত আরও দাবি করে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।

এদিকে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করেন বিজেপি নেতা অমিত মালব্য। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘রাহুল গান্ধীর মানসিকতা একজন বিশ্বাসঘাতকের মতো। ট্রাম্প ভারতের নাম নেননি বা বলেননি যে ওই পাঁচটি বিমান ভারতের। তাহলে কংগ্রেসের যুবরাজ কেন তাকে ভারতের বলে মেনে নিলেন? কেন তিনি তাকে পাকিস্তানের বলে মেনে নিলেন না? তিনি কি নিজের দেশের চেয়ে পাকিস্তানের প্রতি বেশি সহানুভূতিশীল?’

বিজেপি নেতা আরও বলেন, ‘সত্যি কথা হলো পাকিস্তান এখনো অপারেশন সিন্দুরের আঘাত থেকে সেরে ওঠেনি... কিন্তু রাহুল গান্ধী যন্ত্রণায় ভুগছেন! যখনই দেশের সেনাবাহিনী শত্রুকে শিক্ষা দেয়, তখনই কংগ্রেস বিরক্ত হয়। ভারতবিরোধী মনোভাব আর কংগ্রেসের অভ্যাস নয়, এটি তাদের পরিচয় হয়ে উঠেছে। রাহুল গান্ধীর এটা স্পষ্ট করে বলা উচিত - তিনি কি ভারতীয় নাকি পাকিস্তানের মুখপাত্র?’