রংপুরের কণ্ঠ

আট গোলের থ্রিলারে হার মেসির মিয়ামির

আট গোলের থ্রিলারে হার মেসির মিয়ামির

টানা খেলার চাপে ক্লান্ত ইন্টার মিয়ামি শেষ পর্যন্ত হতাশ করল নিজেদের দর্শকদের। মঙ্গলবার রাতে এমএলএসে শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকেই মিয়ামির রক্ষণভাগ দুর্বলতা দেখায়। ১১ মিনিটে প্রথম গোল খায় দলটি, কিছুক্ষণ পরেই ব্যবধান হয় দ্বিগুণ। প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার টমাস আভিলেস একটি গোল করে ব্যবধান কমান। তবে শিকাগো দ্রুতই তৃতীয় গোল করে। যদিও বল দখলে (৬৮ শতাংশ) মিয়ামি এগিয়ে ছিল, রক্ষণভাগে ব্যর্থতা আড়াল হয়নি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে মিয়ামি। মেসির একটি শট পোস্টে ফিরে আসে। এরপর জ্বলে ওঠেন লুইস সুয়ারেজ—৫৭ মিনিটে একটি গোল এবং ৭৪ মিনিটে আরেকটি গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তখন মনে হচ্ছিল মিয়ামিই জিতবে।

কিন্তু শেষ মুহূর্তে চিত্র বদলে যায়। ৮০ ও ৮৩ মিনিটে টানা দুই গোল করে জয় নিশ্চিত করে শিকাগো ফায়ার। এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্লে-অফ নিশ্চিত করল তারা।

অন্যদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মিয়ামি। হাতে আছে আরও তিনটি ম্যাচ। শনিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে নামবে দলটি।

তবে মিয়ামির জন্য সবচেয়ে বড় চিন্তা রক্ষণভাগ। লিগে সবচেয়ে বেশি গোল করা দল হয়েও এ মৌসুমে ইতোমধ্যে ৫২ গোল খেয়েছে তারা। প্লে-অফের আগে এই সমস্যা না কাটালে মেসি–সুয়ারেজদের এমএলএস জয়ের স্বপ্নে ধাক্কা লাগতে পারে।