নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবসে আজ ৯ ডিসেম্বর ২০২৫ সকাল ৮ টায় রংপুর নগরীর শালবন ইন্দ্রারা মোড়স্থ ম্যুলারে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে মহিয়সী বেগম রোকেয়ার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের জেলা আহবায়ক বীথি দাস নন্দিনী, সদস্য সোনালী রায়,সুলতানা আক্তার প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ।
নেতৃবৃন্দ বলেন,মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াৎ আমৃত্যু কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় লড়াই করেছেন। বর্তমান সময়ে নারী ও শিশুরা ঘরে-বাইরে সর্বগ্রাসী আক্রমণের শিকার। আজও সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। পুঁজিবাদ নারীকে বাজারি পণ্যে আর পুরুষতান্ত্রিক সমাজ মানসিকতা নারীকে গৃহস্থালি পণ্যে পরিণত করেছে।
নেতৃবৃন্দ, মহিয়সী বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের চেতনাকে ধারণ করে পুঁজিবাদী দুঃশাসন ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে শোষণ মুক্তির সংগ্রাম জোরদার করার আহবান জানান।

