সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রংপুরের ৮ উপজেলা থেকে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী পাবলিক লাইব্রেরী মাঠে আসেন।
এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক, রংপুর-৬ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাইফুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনের মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকু’র স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা নির্যাতিত নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করে জেলা বিএনপি।

