রংপুরের কণ্ঠ

কেমন হচ্ছে আজকের একাদশ

কেমন হচ্ছে আজকের একাদশ

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে আজকের একাদশে নেই কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম এবং নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন, ফিরেছেন ৪-৪-২ ফরমেশনে।

গোলরক্ষকের দায়িত্বে আছেন মিতুল মারমা। সেন্ট্রাল ডিফেন্সে ইনজুরির কারণে তপু বর্মণকে না পেয়ে তার জায়গায় খেলবেন শাকিল আহাদ তপু, সঙ্গে থাকবেন তারিক কাজী। দুই ফুলব্যাকে যথাক্রমে তাজ উদ্দিন ও সাদ উদ্দিন।

মিডফিল্ডে অভিজ্ঞ সোহেল রানার কাঁধে আজ অধিনায়কের দায়িত্ব। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি মিডফিল্ডের নেতৃত্ব দেবেন তার সঙ্গী হিসেবে। দুই উইংয়ে থাকছেন ফয়সাল আহমেদ ফাহিম ও অধিনায়ক সোহেল রানা নিজেই।

ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেনের সঙ্গে জুটি বাঁধছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এসেছে তপু বর্মণ, সামিত সোম, কাজেম, ফাহমিদুল ও হৃদয় আজ একাদশে নেই।

যদিও ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে পর্যাপ্ত ব্যাকআপ নেই। তবুও কোচ ক্যাবরেরা বিশ্বাস রাখছেন তরুণদের ওপরই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা দেওয়ান চৌধুরি, মো. সোহেল রানা (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

আরকেএম