দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকদের মাঝে বসতবাড়ীতে ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী, রেজওয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কৃষকদের হাতে প্রনোদনার বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।
সতবাড়ীতে এবং মাঠে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।