আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসানের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কেজিইউজের যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, “এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিগত সরকার আমলেও সাংবাদিকদের দমন করার চেষ্টা হয়েছিল। এখনো সেই প্রবণতা বন্ধ হয়নি। শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের নামে মামলা দায়ের রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”
কেজিইউজের যুগ্ম আহ্বায়ক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন, “মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির নতুন হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলা ভিত্তিহীন। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।”
কেজিইউজের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, “প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে, যার অধিকাংশই রাজনৈতিকভাবে প্রভাবিত। সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন— কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কন্ঠের প্রতিনিধি হামিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।