নীলফামারীর সৈয়দপুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মুজিবুর রহমানের সহধর্মিণী সাজেদা বেগম (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে সৈয়দপুর পৌরশহরের মুন্সিপাড়া টাটিয়ালেনস্থ নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর মুন্সিপাড়া টাটিয়ালেন দর্জিপট্টি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হাতিখানা কবরস্থানে তার স্বামী প্রয়াত মুজিবুর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

