রংপুরের কণ্ঠ

ডিমলা কামিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডিমলা কামিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

“স্মৃতির সাথে মূল্যের যাত্রা, দীপ্তির সাথে জ্ঞানের খোঁজে”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতির্ময় বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় সহসভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের ফুল ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে গত শিক্ষাবর্ষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং নৈতিকতা, জ্ঞান ও মানবিক গুণাবলীতে গড়ে ওঠা মানুষ তৈরি করাই শিক্ষার মূল লক্ষ্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডিমলা কামিল মাদ্রাসায় কামিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটায়।

অনুষ্ঠান শেষে ইসলামী সাংস্কৃতিক পর্ব, ক্বিরাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এ বর্ণিল আয়োজনের পরিসমাপ্তি ঘটে।