দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস দাবী না থাকায় ১ হাজার ৫০০ দলিল
পুড়িয়ে ধ্বংস করেছে। দীর্ঘ ৮ বছর ধরে পড়ে থাকার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আনুষ্ঠানিক ভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবীহীন অবস্থায় সাব-রেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আগুন দিয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।
ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুন নাহার বলেন, দুই বছরের বেশি সময় ধরে দাবীহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করার নিয়ম রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়াকফ স্টেটের ছাড়া অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জমে থাকা এক হাজার ৫০০ দলিল আগুন দিয়ে ধ্বংস করা হলো।
এ সময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ছাড়াও অফিস সহকারী রুহিলা খাতুন, দলিল লেখক, নকল নবীশ এবং গণমাধ্যমকর্মীরা সেসময় উপস্থিত ছিলেন।

