নীলফামারীর জলঢাকায় চার জুয়াড়িসহ ৫ জন কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে জলঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাথাভাঙ্গা জেলেপাড়া এলাকার শ্রী সেবেন দাসের ছেলে শ্রী সোহেল দাস (৩৫), মৃত জংলু দাসের ছেলে শ্রী নিরেন দাস (৪২), মৃত শরৎ চন্দ্র দাসের শ্রী ভারত দাস (৫২) শ্রী কালা দাসের ছেলে শ্রী ফুল কুমার (২৫) ও বালাগ্রাম দোলা পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুক্তার আলী।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে জলঢাকা থানাধীন পৌরসভা এলাকার মাথাভাঙ্গা জেলেপাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় চারজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট তাস, নগদ ছয়শত চল্লিশ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে জলঢাকা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাভার থানার জিআর মামলা নং-৯৭(১২)১২ ইং এর আসামী (০৫) মুক্তার আলীকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।