বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রোধে নীলফামারী জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের “ক্লিনিং স্যাটারডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ও সকল থানা, তদন্ত কেন্দ্র ও ফাড়িতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে ব্যারাক, কোয়ার্টার এরিয়া, অফিসসহ ড্রেন, নর্দমা ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম “ক্লিনিং স্যাটারডে” সম্পন্ন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম(প্রশাসন ও অর্থ) বলেন, ‘বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন করছে।
বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশ পাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।এছাড়াও জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে স্ব-স্ব থানায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা ক্যাম্পাস, ব্যারাকসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।