রাস্তা ভাঙ্গা হওয়ায় মুই অটো নিয়া যাবার পাং না কয় দিন ধরি খুব সমস্যায় আছুং। অটো চলে কামাই না করলে মোর ছাওয়া পোয়া খাইবে কি এমন কথা বলছিলেন অটো চালক ইমদাদুল হক। নীলফামারীর কিশোরগঞ্জের গদা মাঝা পাড়া গ্রামের রাস্তাটি ভেঙে যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে প্রায় কয়েকশত পথচারী দূর্ভোগে পড়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, এলজি এসপির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ব্যায়ে গদায় পাকা রাস্তা হতে মাঝা পাড়া যাওয়ার রাস্তায় সিসি পাকা করন করা হয়।বৃষ্টির পানির কারনে রাস্তাটি ভেঙে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ ছাড়া এলাকার অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই রাস্তা ভেঙে যাওয়ায় তাঁদের উৎপাদিত শস্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি ভেঙে চৌচির হয়েছে৷ভান গাড়ী চালককে অন্যদের সাহায্যে ভ্যানটি ধরাধরি করে টেনেহিঁচড়ে পার করতে হচ্ছে।
একালাবাসী আফজাজুল বলেন, অন্য জায়গায় রাস্তা পাকা করন হলেও এখনো হয়নি। আমাদের এখানে সামান্য ভারী গাড়ী চললে রাস্তাটি ভেঙে যায়। আমরা মৃলত কৃষি নির্ভর মানুষ।ধান এবং ভুট্রার সময় গাড়িতে করে কৃষিপন্য আনতে পারিনা
সহিদার বলেন,আমরা নিজস্ব উদ্যোগে কয়েকবার রাস্তাটি সংস্কার করলেও এবার বৃষ্টির পানিতে রাস্তাটি পাশের ডোবায় অনেকটা ভেঙে পড়ে। মাঝখানে গর্ত হয়েছে এতে যান চলাচল বন্ধ হয়েছে।
সদর ইউপির চেয়ারম্যান গ্রেনেট বাবু বলেন, আমি ইউএনও মহোদয়কে বিষয়টি জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্তা হবে।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহমুদ হাসান বলেন,রাস্তাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।