মোবারকগঞ্জে পুকুর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের পুকুর থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদের (৬৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আব্দুল হামিদ সুগারমিলের কারখানা বিদ্যুৎ শাখার অবসরপ্রাপ্ত শ্রমিক।
স্থানীয় ও সুগারমিল কলোনীর বাসিন্দারা জানান, মোবারকগঞ্জ চিনিকলের টিনসেড ব্যারাকের উত্তর পাশের পুকুরে সোমবার সকালে একটি লাশ ভাসতে দেখেন তারা। এরপর ফায়ার সার্ভিস ও কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, আব্দুল হামিদ মানুষিক ভারসাম্যহীনতাসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল হামিদের গ্রামের বাড়ির সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে সুগারমিলের কারখানা বিদ্যুৎ শাখায় কর্মরত শ্রমিক নাহিদ ইসলামের মামা বলে নিশ্চিত হওয়া গেছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত দেহটি ময়না তদন্তের জন্য জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট / আরকে