খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ির বাঙালি-আধিবাসী সংঘর্ষের প্রভাব রাঙ্গামাটিতেও পড়েছে। আজ রাঙ্গামাটিতে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন একজন। এরূপ পরিস্থিতিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত আদেশে আজ রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে।
একইভাবে আজ সকাল থেকে রাঙামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উল্লেখ্য, বুধবার মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগ মারধরের ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। আহত মামুন চিকিৎসাধীন মারা যান। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে পাহাড়িরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরে পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়।
ক্ষণে ক্ষণে পরিস্থিতি হতে থাকে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় হামলা চলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে শহরে গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, ‘রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা পুলিশ সুপারসহ ঘটনাস্থল দীঘিনালায় যাচ্ছি। সেখানে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করব। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
ডেস্ক রিপোর্ট/আরকে