মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে কর্মরত ডিপ্লোমা ইন ইজ্ঞিনিয়ারিং সনদধারীদের জন্য সরকার নির্ধারিত পদবী ও বেতন স্কেল নির্ধারণের জন্য আইডিইবির শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীগণ দীর্ঘদিন ধরে তাদের বেতন ভাতা উন্নতির জন্য মাউশি, সচিবালয়ে আবেদন করলে কতৃপক্ষ তেমন পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে তারা ডিপ্লোমা প্রকৌশলী সংগঠন আইডিইবিতে বেতন বৈষম্যের কথা অবগত করেন। আইডিইবি থেকে তখন একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর প্রেরণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
চিঠিতে বলা হয়, মহোদয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি’র) পাঁচ লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। উপরোক্ত বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানাচ্ছি যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরদধারী কম্পিউটার ল্যাব অপারেটদের জাতীয় বেতন স্কেলের ১৬ তম গ্রেডে (৯৩০০-২২৪৯০/-) টাকার স্কেলে বেতন ভাতাদি প্রদান করা হচ্ছে।যা সরকারের সিদ্ধান্তের পরিপন্থী। কেননা-১৯/১১/১৯৯৪ ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২)পদোন্নতি ২৭/৯৪-১৬৪ এবং অর্থ মন্ত্রণালয়ের অম/অবি/(বাস্ত-৪) ডিপ্লো-২০/৯২(অংশ)/৬৯ তারিখ ০৩/১২/১৯৯৪ অনুসারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারী উপ-সহকারী প্রকৌশলী পদটি ২য় শ্রেণীভুক্ত এবং জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-৩৮৬৮০/-(১০ম গ্রেড) নির্ধারিত। এছাড়া, সরকারের অর্থ মন্ত্রণালয়ের MF(ID),||(G)-7/78(Pt).869 Date: 31-7-1978 স্বারক আদেশে দেশের বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী ইউনিফর্ম পদবী প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)।সেই মোতাবেক সরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগে ডিপ্লোমা প্রকৌশলীগণ উপ-সহকারী প্রকৌশলী পদবীতে ১০ম গ্রেডে বেতন ভাতাদী পেয়ে আসছে। অতএব মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের সরকার নির্ধারিত পদমর্যাদা ও ১০ম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০/-) বেতন নির্ধারণপূর্বক ১০ম গ্রেডভুক্ত কর্মচারির মর্যাদা প্রদানে আপনার ব্যক্তিগত ন্যায়ানুগ হস্তক্ষেপ কামনা করছি।
আইডিইবির চিঠি পেয়ে বাংলাদেশ বেসরকারি কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামের সভাপতি মোঃ সেকেন্দার আলম সুমন বলেন, আমরা আমাদের বেতন বৈশ্যমের কারনে বিদ্যালয়ে তেমন মর্যাদা পাইনা। আমরা ইতিপূর্বে মাউশি ও শিক্ষা সচিব মহোদয় বরাবর আবেদন করেছি কিন্তু কোন পদক্ষেপ গ্রহন হয়নি। তাই আমরা আমাদের অভিভাবক সংগঠন আইডিইবিতে সরাসরি আমাদের বেতন বৈশ্যেমর বিষয়টি অবগত করি। আইডিইবি সম্মানিত সাধারণ সম্পাদকশামসুর রহমান মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে আমাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসাথে তিনি ধন্যবাদ জানান গতকাল আইডিইবিতে বসে চিঠি করে নিয়ে আসা কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামে কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ উক্ত কাজে নিযুক্ত সংশ্লিষ্ট সকলকে।মোঃ সেকেন্দার আলম সুমন বলেন আশা করি শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
এসএস