‘কালো জাদু’র নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলিদান
ভারতের উত্তরপ্রদেশেরে হাতরসে একটি বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ‘কালো জাদু’র নামে বলিদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রসগাঁওয়ের ডিএল পাবলিক স্কুলে “সাফল্য” আনার জন্য এই বলিদান দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্কুলের পরিচালক দীনেশ বাঘেল, তার বাবা এবং তিনজন শিক্ষকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মতে, দীনেশ বাঘেলের বাবা কালো জাদুতে বিশ্বাস করতেন এবং তার নির্দেশে এই বলিদান করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা ছাত্রকে স্কুলের বাইরে একটি টিউবওয়েলের কাছে নিয়ে গিয়ে বলিদান করতে চেয়েছিল। তবে, ছাত্রটি চিৎকার শুরু করলে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তদন্তের সময়, স্কুলের আশেপাশে কালো জাদুর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু সামগ্রী পাওয়া গেছে।
অভিযুক্তরা এর আগেও ৬ সেপ্টেম্বর আরেকজন ৯ বছর বয়সী ছাত্রকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। ছাত্রটির বাবা কৃষাণ কুশওয়াহা অভিযোগ দায়ের করে জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তাকে জানায় তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। পরে কুশওয়াহা জানতে পারেন, তার ছেলেকে হাসপাতালে নেওয়ার নাম করে স্কুলের পরিচালক বাঘেলের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তিনি তার সন্তানের মরদেহ উদ্ধার করেন।
আরকেএম/রংপুরের কন্ঠ