নববধূ হত্যা: মেহেদি রাঙানো হাত বেঁধে ফেলা হয় নদীতে
জীবনের নতুন সঙ্গী বানিয়ে জাহিদ ইসলামকে বিয়ে করেছিলেন জোসনা বানু। কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় স্বামী কর্তৃক হত্যা হন তিনি। এই নববধূর মেহেদি রাঙানো দুই হাত বেঁধে ফেলা হয় নদীতে। জিজ্ঞাসাবাদে স্বামী জাহিদ এমন তথ্যই দিয়েছে বলে বলে জানায় পুলিশ।
গত রোববার লালমনিরহাটের আদিতমারী উপজেলার চৌরাহা মাদরাসা এলাকার তিস্তার চর থেকে জোসনার মেহেদি রাঙানো হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী জাহিদ ইসলামকে (২০) আটক করা হয়।
জোসনা নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের জহর আলীর মেয়ে। সম্প্রতি একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জাহিদের সঙ্গে তার বিয়ে হয়। জাহিদ দিনাজপুর শহরে ভেকু গাড়ি চালান বলে জানা গেছে।
জাহিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের পরপরই জোসনা স্বামীর কাছে ঢাকা যাওয়ার জন্য জেদ ধরেন। জোসনা জাহিদকে জানান, তিনি জাহিদের সঙ্গে ঢাকায় থাকতে চান। ঢাকায় না নেওয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। এ কথা শুনে জোসনাকে হত্যার পরিকল্পনা করেন জাহিদ। পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে জোসনাকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে শেখ হাসিনা সেতুতে নিয়ে যান। এরপর হাত বেঁধে ওই সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে জোসনাকে হত্যা করেন জাহিদ।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় বলেন, জোসনা নিখোঁজের দুই দিন পর জাহিদ সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় আসেন। পরে উদ্ধার হওয়া মরদেহের ছবি দেখে তার স্ত্রী জোসনার বলে নিশ্চিত করেন এবং স্ত্রী নিখোঁজের সময় দিনাজপুরে ছিলেন বলে জানান জাহিদ।
ওসি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান নির্ণয় করি। এরপর তাকে আরও জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর জাহিদকে ঘটনাস্থলে নেওয়া হয়। তখন জাহিদ নিজেই হত্যার ঘটনার বর্ণনা দেন।