কানপুর টেস্টের প্রথম দিন পরিত্যক্ত
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগাররা। দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আলোর স্বল্পতায় বন্ধ হয় খেলা। গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশ অন্ধকার হয়ে আসে। এরপর বৃষ্টি ও আলোর সমস্যায় সাময়িকভাবে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে থাকে আম্পায়াররা। কিন্তু পরে বৃষ্টি না থামায় এবং আলোর সমস্যায় ৩৫ ওভারেই প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেণ আম্পায়াররা। তাতে কানপুর টেস্টে প্রথম দিনে ৩ উইকেটে হারিয়ে ১০৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। টাইগার দুই ওপেনারকে সাজঘরে ফেরান ভারতের পেসার আকাশ দীপ।
তৃতীয় উইকেটে মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতিতে থেকে এসে উইকেটে আর থিতু হতে পারেননি অধিনায়ক শান্ত। দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত।
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। শেষ পর্যন্ত আলোর সল্পতা ও বৃষ্টি না থামায় দ্বিতীয় ইনিংসের ৩৫ ওভরে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে ছিলো বাংলাদেশ, তাতেই প্রথম দিনের খেলা শেষ হয়। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন।